রামপাল কলেজ

রামপাল, মুন্সিগঞ্জ

ভর্তি নির্দেশনাবলী

ভর্তি তথ্য

এইচ এস সি

ভর্তির নিয়মাবলি

১)   অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

২)  নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে অফিস থেকে তথ্য ফরম, ব্রæশিয়ার ও রুটিন সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরন সংগ্রহ করতে হবে।

৩)  তথ্য ফরম পূরণ করে নি¤েœাক্ত কাগজপত্রসহ নির্ধারিত ভর্তির তারিখের মধ্যে অফিসে জমা দিতে  হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র:

১)   মাধ্যমিক/সমমানের পরীক্ষা পাশের নম্বরপত্রের ফটোকপি

২)  মাধ্যমিক/সমমানের পরীক্ষা পাশের প্রশংসাপত্রের ফটোকপি

৩)  মাধ্যমিক/সমমানের পরীক্ষা পাশের রেজি:কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি

৪)  ভর্তিচ্ছুদের ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হবে)

৫)  ভর্তিচ্ছুদের অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (যদি থাকে)

৬)  পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে)

 

বিষয় বিন্যাস

বিজ্ঞান শাখা: আবশ্যিক বিষয় সমূহ -

বাংলা - ১০১, ইংরেজি - ১০৭, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ২৭৫

১. পদার্থ - ১৭৪, ২. রসায়ন বিজ্ঞান - ১৭৬, ৩. জীব বিজ্ঞান - ১৭৮ / গণিত - ২৬৫

(৩ নং হতে যে কোন একটি নৈর্বাচনিক ও একটি ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে হবে)

 

ব্যবসায় শিক্ষা শাখা: আবশ্যিক বিষয় সমূহ -

বাংলা - ১০১, ইংরেজি - ১০৭, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ২৭৫

১. হিসাব বিজ্ঞান - ২৫৩, ২. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ২৭৭,

৩. ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা - ২৯২

চতুর্থ বিষয়: কৃষি শিক্ষা- ২৩৯/ অর্থনীতি - ১০৯

 

মানবিক শাখা: আবশ্যিক বিষয় সমূহ -

বাংলা - ১০১, ইংরেজি - ১০৭, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ২৭৫

১. সমাজকর্ম - ২৭১, ২. পৌরনীতি ও সুশাসন - ২৬৯,

৩.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - ২৬৭/ অর্থনীতি - ১০৯

চতুর্থ বিষয়: কৃষি শিক্ষা- ২৩৯/ ভূগোল - ১২৫

 

 

 

ডিগ্রি (পাস) কোর্স

(বি এস এস/ বি এ / বি বি এস)

 

ভর্তির নিয়মাবলি

১)    অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

২)    নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে অফিস থেকে তথ্য ফরম, ব্রæশিয়ার ও রুটিন সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে।

৩)   তথ্য ফরম পূরণ করে নি¤েœাক্ত কাগজপত্রসহ নির্ধারিত ভর্তির তারিখের মধ্যে অফিসে জমা দিতে  হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র

১)    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি।

২)    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের প্রশংসাপত্রের মূল কপি  ও ফটোকপি।

৩)   মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের রেজি:কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি।

৪)    ভর্তিচ্ছুদের ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হবে)

৫)   ভর্তিচ্ছুদের অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (যদি থাকে)

৬)    পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে)

 

বিষয় বিন্যাস

বি.এস.এস ১ম বর্ষ

১. স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস

২. সমাজকর্ম ১ম ও ২য় পত্র

৩. রাষ্ট্রবিজ্ঞান ১ম ও ২য় পত্র

৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম ও ২য় পত্র

 

বি.এস.এস ২য় বর্ষ

১. বাংলা

২. সমাজকর্ম ৩য় ও ৪র্থ পত্র

৩. রাষ্ট্রবিজ্ঞান ৩য় ও ৪র্থ পত্র

৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় ও ৪র্থ পত্র

 

বি.এস.এস ৩য় বর্ষ

১. ইংরেজি

২. সমাজকর্ম ৫ম ও ৬ষ্ঠ পত্র

৩. রাষ্ট্রবিজ্ঞান ৫ম ও ৬ষ্ঠ পত্র

৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম ও ৬ষ্ঠ পত্র

 

 

বি.বি.এস ১ম বর্ষ

১. স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস

২. হিসাব বিজ্ঞান ১ম ও ২য় পত্র

৩. অর্থনীতি ১ম ও ২য় পত্র

৪. ব্যবস্থাপনা ১ম ও ২য় পত্র

 

বি.বি.এস ২য় বর্ষ

১. বাংলা

২. হিসাব বিজ্ঞান ৩য় ও ৪র্থ পত্র

৩. অর্থনীতি ৩য় ও ৪র্থ পত্র

৪. ব্যবস্থাপনা ৩য় ও ৪র্থ পত্র

 

বি.বি.এস ৩য় বর্ষ

১. ইংরেজি

২. হিসাব বিজ্ঞান ৫ম ও ৬ষ্ঠ পত্র

৩. অর্থনীতি ৫ম ও ৬ষ্ঠ পত্র

৪. ব্যবস্থাপনা ৫ম ও ৬ষ্ঠ পত্র