রামপাল কলেজ

রামপাল, মুন্সিগঞ্জ

রামপাল কলেজের সংক্ষিপ্ত ইতিহাস

রামপাল কলেজ বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে ‘স্মার্ট ও আলোকিত প্রজন্ম’ গড়ার লক্ষে অংশগ্রহণমূলক ও সৃজনশীল শিক্ষা দিয়ে আসছে। সৃজনশীল চিন্তাধারাকে শানিত করে আলোকিত মানব তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নৈতিক শিক্ষার মাধ্যমে মানবতাবাদ ও শান্তির প্রচারে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি।

আমাদের লক্ষ্য রামপাল মহাবিদ্যালয়কে উৎকর্ষে ও মানে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। আমরা নৈতিক আচরন, উদ্ভাবন, সৃজনশীলতা, গ্রাহক ফোকাস, সামগ্রিক ব্যবস্থাপনা ও দৃষ্টিভঙ্গির সর্বোচ্চ মানন্নোয়নে মনোনিবেশ করিয়া থাকি।

একজন শিক্ষার্থী এই বিদ্যাপিঠ থেকে বুদ্ধিবৃত্তিক শিক্ষা গ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখবে বলেই আমরা প্রত্যাশা করি।

বাঙালি জাতির শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অব্যবহিত পর এ অঞ্চলের বিদ্যোৎসাহী ব্যক্তিরা দেশ গড়ার উজ্জীবনমন্ত্রে দীক্ষিত হয়ে ইতিহাসের রামপাল দিঘির উত্তর তীরে ১৯৭২ সালের ২১ আগস্ট রামপাল কলেজের গোড়াপত্তন করেন। এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী। নতুন ইতিহাস সৃষ্টির যাত্রা শুরু করে ‘রামপাল মহাবিদ্যালয়’।